Pages

Showing posts with label Spoken method. Show all posts
Showing posts with label Spoken method. Show all posts

+200 Learn English Speaking and Improve Your Spoken English

englishfortoday     July 08, 2020     0
  • He goes.
  •  সে যায়। 
  • He went.
  • সে গিয়েছিল।
  • He'll go.
  • সে যাবে।
  • He has gone.
  • সে গিয়েছে।
  • He went yesterday .
  •  সে গতকাল গিয়েছে।
  • He has gone today.
  • সে আজ গিয়েছে।
  • He can go.
  •  সে যেতে পারে।
  • He could go.
  •  সে যেতে পারত।
  • He would go.
  • সে যেত।
  • He used to go before.
  • সে আগে যেতে।
  • He may go.
  • সে হয়ত যাবে।
  • He might go.
  •  সে হয়ত যেত।
  • He must go.
  • সে অবশ্যই যায়।
  • He must have gone.
  •  সে অবশ্যই গিয়েছে।
  • He should go.
  •  তার যাওয়া উচিত

 
  • He should have gone.
  •  তার যাওয়া উচিত ছিল
  • Miscellaneus.
  •  বিবিধ।
  • Mis cella neous.
  •  মিস ছেলা নিয়াস।
  • Millennium.
  •  সহস্রাব্দ।
  • Achievement. 
  • অর্জন।
  • Apocalypse. 
  •  ঈশ্বরলদ্ধ দিব্যজ্ঞান
  • Archipelago.
  •  দ্বীপুপুঞ্জ।
  • Colonel.
  •  কর্নেল।
  • Milliuous.
  •  সমধুর/ সলিলত
  • Mercenary.
  •  ভাড়াটে সনিক কর্মী।
  • Millionaire.
  • কোটিপতি।
  • Monotonous.
  • একঘেয়ে।
  • Multifarious.
  • বিচিত্রি
  • Nauseous  
+200 Learn English Speaking and Improve Your Spoken English

  • I love someone.
  •  আমি একজনকে ভালোবাসি।
  • I am fine.
  • আমি ভালো আছি।
  • I am ok.
  •  আমি ঠিক আছি।
  • I am so happy.
  • আমি অনেক ভাল আছি।
  • I am going fine.
  • আমি ভাল আছি।
  • I am pretty well.
  • আমি অনেক ভাল আছি।
  • Life is sweet.
  • জীবনটা খুব ভাল
  • My days are gonig fine.
  • আমার দিনকাল ভালই যাচ্ছে।
  • I feel fresh.
  • আমি সতেজ অনুভব করছি।
  • I feel crispy.
  • আমি সতেজ অনুভব করছি।
  • My days are enfoyable.
  • আমার দিনগুলো আনন্দ দায়ক।
  • As you see.
  • তুমি যেমনটা দেখছ।
  • Please don't get angry with me.
  •  তুমি আমার সাথে রাগ করো না।
  • I am going awesome.
  • আমি খুব ভাল আছি।
  • Please don't misunderstand me.
  • তুমি আমাকে ভুল বুঝনা।
  • I can't accept your love.
  • আমি তোমার ভালবাসা গ্রহণ করতে পারছিনা।
  • I am fine.
  • আমি ভালো আছি।

  • I am so so.
  • আমি মোটামুটি আছি।
  • I am going fine.
  • আমি ভাল আছি।
  • I am so happy.
  • আমি খুব ভাল আছি।
  • I feel fresh.
  • আমি বেশ ভাল আছি।
  • I am ok.
  • আমি ঠিক আছি।
  •  I am very good.
  • আমি খুব ভাল আছি।
  • I am going awesome.
  • আমি খুব ভাল আছি।
  • My days are going fine.
  • আমার দিনকাল ভাল চলছে।
  • I am pretty well.
  • আমি বেশ ভাল আছি।
  • I like to read the commant.
  • আমি মন্তব্য পড়তে পছন্দ করি।
  • I like to practice here.
  • আমি এখানে অনুশীলন করতে পছন্দ করি।
  • I like to post here.
  • আমি এখানে পোস্ট করতে পছন্দ করি।
  • I like to work hard.
  • আমি কঠোর পরিশ্রম করতে পছন্দ করি।
  • I like to playing.
  • আমি খেলতে পছন্দ করি।
  • I like to read your post.
  • আমি তোমার পোস্ট করতে পছন্দ করি।

  • I like to sleep.
  • আমি ঘুমাতে পছন্দ করি
  • I like to swimming.
  • আমি সাতার কাটতে পছন্দ করি।
  • I like to eat.
  • আমি খেতে পছন্দ করি।
  • I like traveling.
  • আমি ভ্রমণ করতে পছন্দ করি।
  • I like to play football.
  • আমি ফুটবল খেলতে পছন্দ করি।
  • Did you go?
  • তুমি কি গিয়েছিলে?
  • Why did you go?
  •  তুমি কেন গিয়েছিলে?
  • When did you go? 
  • তুমি কখন গিয়েছিলে?
  • Why is the slient? 
  • সে কেন নিবর?
  • Do you know? 
  • তুমি কি এটা জানো ?
  • Why do you know it? 
  • তুমি কেন এটা জানো?
  • When do you know it? 
  • তুমি কখন এটা জানো?
  • Does he go he go to college?
  • সে কি কলেজে যায়?
  • Why does he go to college? 
  • সে কেন কলেজে যায়?
  • When does he go to college? 
  • সে কখন কলেজে যায়?

  • Grasp All, Lose All.
  •  অতি লোভে তাতি নষ্ট।
  • It takes two to make a quarrel.
  •  একহাতে তালি বাজে না।
  • Look before you leap.
  •  ভারিয়া করিও কাজ।
  • All's well that ends well.
  •  ওস্তাদের মার শেষ রাতে।
  • Out of dedt, out of danger.
  •  কর্জ নাই, কষ্ট নাই।
  • You will know now what's what.
  •  কতধানে কতচাল বুঝবে
  • Given the one, the other will follow.
  •  কান টানলে মাথা আসে।
  • Too much cunning over reaches  iteslf.
  •  অতি চালাকের গলায় দড়ি।
  • What is sport to the cat is death to the rat.
  • কারো পোষ মাস কারো সর্বনা।
  • To strike the icon while it is hot.
  •  কাচায় না নোয়ালে বাশ পাকলে করে ট্যাশ ট্যাশ।
  • Open the door.
  • দড়জা খোল।
  • Close the windows.
  •  জানালাটা বন্ধ কর।

  • Switch on the lighi.
  •  বাতিটি জ্বালাও।
  • Switch on the fan.
  •  ফ্যানটা চালু কর।
  • Switch off the lighi.
  •  বাতিটি নিভাও।
  • Switch off the TV.
  •  টিভিটি বন্ধ কর।
  • Turn up the TV.
  • টিভিটি চালু কর।
  • Turn up the fan.
  •  ফ্যানটা বাড়াও।
  • Turn up the fan a bit more.
  •  ফ্যানটা একটু বাড়াও।
  • Turn down  the fan a bit more.
  •  ফ্যানটা আরো একটু বাড়াও।
  • Sweep the floor.
  •  মেঝেটা ঝাড়ু দাও।
  • Wipe the floor.
  •  মেঝেটা মোছ।
  • Paint the curtain.
  •  ঘরটা রং কর। 

  • Turm over the page of the book.
  •  বইটির পাতা উল্টিয়ে দাও।
  •  Our blessing come from above.
  •  স্বর্গ থেকে আমাদের উপরে আশীর্বাদ আসে।
  • Read the above sentence carefully.
  •  উপরে বাক্যটি ভালো করে পর।
  • The moral law is above the civil law.
  •  আইন উপরে নীতির স্থান।
  • The heavens are above.
  •  স্বর্গ আছে উপরে।
  • The patient died after  the doctor had come.
  • ডাক্তার আসার পরে রোগীর মারা গেল
  • After a while they arrived.
  •  কিছুক্ষণ পরে তারা এসে পোছলো।
  • She takes after her mother.
  •  সে তার মায়ের মতো দেখতে।
  • They arrived after the train had left the station.
  • ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরে তারা পৌঁছেছিল।
  • Dhaka is a big city.
  • ঢাকা একটি বড় শহর।
  • Meghna is one of the longest rivers in Bangladesh.
  •  মেঘনা বাংলাদেশের অন্যতম বড় নদী।
  • Kazi nazrul islam is a great poet.
  •  কাজী নরুজল ইসলাম একজন মহান কবি।
  • The rose is a nice flower.
  •  গোলাপ খুবই চমতকার একটি ফুল

  • Rupsha is a big river.
  •  রুপসা একটি বড় নদী
  • She is my intimate friend.
  •   সে আমার অন্তরঙ্গ বন্ধু
  • Physics is my favorite subject.
  • পদারথবিদ্যা আমার প্রিয় বিষয়।
  • Bangladesh is an agricultural country.
  •  বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।
  • Allah is merciful.
  •  আল্লাহ খুবই দয়ালু।
  • Russia is a big country.
  • রাশিয়া একটি বড় দেশ।
  • I can do.
  •  আমি করতে পারি।
  • I can't do.
  •  আমি করতে পারি না।
  • We can't do.
  •  আমরা করতে পারি না।
  • We can do.
  •  আমরা করতে পারি।
  • You can do.
  •  তুমি করতে পারো।

  • You can't do.
  •  তুমি করতে পারো না। 
  • He can do.
  •  সে করতে পারে।
  • He can't do.
  •  সে করতে পারে না।
  • She can do.
  •  সে করতে পারে।
  • She can't do.
  •  সে করতে পারে না।
  • They can do.
  •  তাহারা করতে পারে।
  • They can't do.
  •  তাহারা করতে পারে না।
  • It can do.
  •  ইহা করতে পারে।
  • It can't do.
  •  ইহা করতে পারে না।
  • You will spreak English.
  •  তুমি ইংরেজি বলিবে।
  • You won't speak English.
  •   তুমি ইংরেজি বলিবে না।
  • You Spoke English.
  •  তুমি ইংরেজি বলিলে।

  • You didn't speak English.
  •  তুমি ইংরেজি বলিলে না।
  • You were spraking English.
  •  তুমি ইংরেজি কথা বলছো।
  • You are speaking English.
  •  তুমি ইংরেজিতে বলিতেছ।
  • You aren't speaking English.
  •  তুমি ইংরেজিতে বলিতেছ না 
  • You have spoken English.
  •  তুমি ইংরেজিতে বলিয়াছ।
  • You didn't speak English.
  •  তুমি ইংরেজিতে বল নাই।
  • You speak English.
  •  তুমি ইংরেজিতে বল।
  • You don't speak English.
  •  তুমি ইংরেজিতে বল না।
  • cook me rice.
  •  আমার জন্য ভাত রান্না কর।
  • Fry the egg.
  •  ডিমটা ভাজি কর

  • Boil milk.
  •  দুধ জ্বাল দাও।
  • Make tea.
  •  চা বানাও।
  • Make a mug of coffee.
  •  এক মগ কফি বানাও ।
  • Fire the oven.
  •  চুলাটা জ্বালাও।
  • Fire the candle.
  •  মোমবাতিটা জ্বালাও। 
  • Put the oven.
  • চুলাটা নেভাও।
  • Cut the fish.
  •  মাছটা কাট।
  • Chop onion.
  •  পিয়াজ কুচি কুচি কর
  • Wash utensils.
  •  থালা বাসন ড ধোও। 
  • I am working on my laptop.
  •  আমি আমার ল্যাপটপে কাজ করছি।
  • I am working on my website.
  •  আমি আমার ওয়েবসাইটে কাজ করছি।
  • I am working on a research.
  •  আমি একটি গবেষনার উপর কাজ করছি।
  • I am working on cducating myslf.
  •  আমি নিজের শিক্ষিত করার চেষ্টা করছি।
  • I may eat dinner at 9:00pm.
  •  আমি রাত ৯ টায় রাতের খাবার খেতে পারি।
  • I may go to the party tonight.
  •  আমি আজ রাতে পার্টিতে খেতে পারি। 

  • Possibly, she will go be train.
  •  সম্ভবত, সে ট্রেনে যাবে।
  • May be she will make the trip alone.
  •  সম্ভবত সে একাকী ভ্রমণ করবে।
  • Perhaps she will visit India.
  •  সম্ভবত সে ভারতে সফরে যাবে।
  • I may be in Dhaka next sunnday.
  •  আমি পরের রবিবার ঢাকা থাকতে পারি।
  • Keep stay, you will win.
  •  লেগে থাক, তুমি জিতবে।
  • Great! feeling happy.
  •  দারুণ আনন্দ লাগছে।
  • It is none of your business.
  • এটা তোমার নাক গলানোর ব্যাপার নয়। 
  • Do you have any business with me?
  •  আমার সাথে আপনার কি কোন কাজ আছে?
  • I took breakfast.
  •  আমি সকালের নাস্তা করেছিলাম।
  • I phoned my friend.
  •  আমি আমার বন্ধু সাথে ফোন  করেছিলাম।
  • I met my friend.
  •  আমি আমার বন্ধু সাথে দেখা করেছিলাম
  • After having /atterding class.
  •  ক্লাস করার পর। 
  • I took test for a while.
  •  আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম।
  • I left my house.
  •  আমি বাসা থেকে বের হয়েছিলাম। 
  • I went shopping.
  •  আমি কেনাকাটা করতে গিয়েছিলাম।
  • Someting.
  •  মাঝে মাঝে।
  • Some time.
  •  কিছু সময়।
  • I went to bed.
  •  আমি বিছানায় গিয়েছিলাম।
  • I fell asleep.
  •  আমি ঘুমিয়ে পড়েছিলাম।
  • I had a sound sleep.
  •  আমার ভালো ঘুম হয়েছিল।
Post Related: 

Spoken English | How to speak English better in +100 easy steps Imitate away. ...

englishfortoday     June 16, 2020     0

Spoken English | How to speak English better in +100 easy steps Imitate away. ...

  1. Will you be my friend? (তুমি কী আমার বন্ধু হবে?)
  2. Will you be my best friend? (তুমি কী আমার ভালো বন্ধু হবে?)
  3. Will you be my teacher? (তুমি কী আমার শিক্ষক হবে?)
  4. Will you be my fb friend?(তুমি কী আমার ফেসবুক বন্ধু হবে?)
  5. Will you be mine?(তুমি কী আমার হবে?)
  6. Will you be my life partner?(তুমি কী আমার জীবনসংগি হবে?)
  7. Will you be my dauhter in law?(তুমি কী আমার পুত্রবধু হবে?)
  8. Will you be my son in law?(তুমি কী আমার জামাতা হবে?)
  9. Will you be my dearest person?(তুমি কী আমার প্রিয়তম মানুষ হবে?)
  10. Will you be my assistant?(তুমি কী আমার সহকারী হবে?)
  11. Will you be my coach?(তুমি কী আমার প্রশিক্ষক হবে?)
  12. Will you be my buisness partner?(তুমি কী আমার ব্যবসায়িক অংশী হবে?)


If you want learn speaking English add me.

  1. Don't forget to learn English.(ইংরেজি শিখতে ভুলনা)
  2. Stay away from everyone now.(এখন সবার কাছ থেকে দূরে থাকুন)
  3. I feel like sleeping now.(আমার ঘুমাতে মন চাচ্ছে না)
  4. I want you to learn Engling.(আমি চাই তুমি ইংরেজি শিখ)
  5. I am to learn English.(আমার ইংরেজি শিখতে হয়)
  6. I am suposed to learn Engling.(আমার ইংরেজি শিখার কথা)
  7. I am ready to learn English.(আমি ইংরেজি শিখতে প্রস্তুত)
  8. I like to learn English.(আমি ইংরেজি শিখতে পছন্দ করি)
  9. It's time to learn English.(এখন ইংরেজি শিখার সময়)
  10. I love to learn English.(আমি ইংরেজি শিখতে ভালোবাসি)

  1. Whenever I get time, I practice English.(যখনই সময় পাই আমি ইংরেজি চচা করি)
  2. Whenever I get time, I read the group's post.((যখনই সময় পাই আমি গ্রুপের পোস্ট পড়ি)
  3. Whenever I get time, I write post in this group.(যখনই সময় পাই আমি এই গ্রুপে পোস্ট করি)
  4. Whenever I get time, I watch Tv.(যখনই সময় পাই আমি টিভি দেখি )
  5. Whenever I get time, I help my parters in their work.(যখনই সময় পাই আমি আমার বাবা-মাকে তাদের কাজে সাহায্য করি )
  6. Whenever I get time, I learn English.(যখনই সময় পাই আমি ইংরেজি শিখি )
  7. Whenever I get time, I meke sentenec in English(.যখনই সময় পাই আমি ইংরেজি বাক্য তৈরি করি )

  1. You have no idea about the pen.(কলমটি সম্পর্কে তোমার কোন ধারনা নেই)
  2. You have no idea about the book.( বইট সম্পর্কে তোমার কোন ধারনা নেই)
  3. You have no idea about the country.দেশটি সম্পর্কে তোমার কোন ধারনা নেই )
  4. You have no idea about me.(আমার সম্পর্কে তোমার কোন ধারনা নেই)

  1. Do have want to learn English? (তুমি কী ইংরেজি শিখতে চাও?)
  2. Do have want to practice with me?(তুমি কি আমার সাথে প্রাকটিস করতে চাও?)
  3. Do have want to have a cup of tea? (তুমি কি খেতে চাও?)
  4. Do have want to help her?(তুমি কি তাকে সাহায্য করতে চাও?)
  5. Do have want to teach him Bangla?(তুমি কি তাকে বাংলা বইটি দিতে চাও?)
  6. Do have want to give me this book?(তুমি কি আমাকে বইটি দিতে চাও?)

  1. How far is the bookstore?(বইয়ের দোকান কতদূরে?)
  2. How far is the university(বিশ্ববিদ্যালয় কতদূরে?)
  3. How far is the Airport?(বিমানবন্দর কতদূরে?)
  4. How far is the shop? (দোকান কতদূরে?)
  5. How far is the bank?(বাংক কতদূরে?)

  1. Once upon a time I was mad for you..(একসময় আমি তোমার জন্য পাগল ছিলাম)
  2. Once upon a time I loved you.(একসময় আমি তোমাকে ভালোবাসতাম)
  3. Once upon a time I was bad.(একসময় আমি খারাপ ছিলাম)
  4. Once upon a time I was poor(.(একসময় আমি গরিব ছিলাম)
  5. Once upon a timeI was banker (একসময় আমি বাংকার ছিলাম)
  6. Once upon a time Iwas brilliant.(একসময় আমি মেধাবী ছিলাম)
  7. Once upon a time Iwas student.(একসময় আমি ছাত্র ছিলাম)
  8. Once upon a time Iwas teacher.(একসময় আমি শিক্ষক ছিলাম)
  9. Once upon a time Iwas very good(একসময় আমি খুব ভালো ছিলাম)
  10. Once upon a time Iwas sick(একসময় আমি অস্থস ছিলাম)

  1. I am here to enjoy the game.(আমি এখানে খেলা উপভোগ করতে এসেছি)
  2. I am here to  apply for job.(আমি এখানে চাকরি আবেদন করতে এসেছি )
  3. I am here to learn Enalish( আমি এখানে ইংরেজি শিখতে এসেছি)
  4. I am here to give you a new offer.(আমি এখানে তোমাকে নতুন প্রস্তাব দিতে এসেছি)
  5. I am here to know your self.(আমি এখানে তোমার সম্পর্কে জানতে এসেছি)

  1. I say.(আমি বলি)
  2. I said. ( আমি বললাম)
  3. I have said.(আমি বলেছিলাম)
  4. I will say.(আমি বলব)
  5. I can say.(আমি বলতে পারতাম)
  6. I should say.(আমার বলা উচিত)
  7. I could say.(আমি বলতে পারতাম)
  8. I must say.(আমি অবশ্যই বলব)
  9. I would like to say.(আমি বলতে চাই)
  10. I 'm to say.(আমাকে বলতে হয়)
  11. I have to say.(আমাকে বলতে হবে)
  12. I must have to say.(আমাকে বলতেই হয়েছিল)
  13. I had to say(.আমাকে বলতে হয়েছিল)
  14. I must had to say.(আমাকে বলতেই হয়েছিল)
  15. I dare to say.(আমি বলতে সাহায্য করি)
  16. I need to say.(আমার বলা প্রয়োজন)
Spoken English | How to speak English better in +100 easy steps Imitate away. ...

Spoken English | How to Speak Fluent English: Escaping the Intermediate Level

englishfortoday     June 14, 2020     0

Spoken English |  How to Speak Fluent English: Escaping the Intermediate Level

  1. He got the job because of being skilled in English.( ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে)
  2. He has failed in the exam because of being Engling.(অলসতার কারণে সে পরীক্ষায় ফেল করেছে)
  3. He could'n go to office because of being sick.(অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি)
  4. Nobody likes him because of being talkative .(বাচাল হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না)
  5. He is so popular because of being a good person. (একজন ভালো মানুষ হওয়ার কারণে সে খুব জনপ্রিয়)
  6. He is staying at home because of being affected corona.(করোনা হওয়ার কারণে সে বাসায় অবস্থান করছে)

Spoken English

  1. We are likely to go to Dhaka.(আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে )
  2. I and you are likely to practice english in the afternoon.(তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে)
  3. Today they are likely to catch fish in the pond.( তাদের পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে )
  4. It is likely to rain here.(এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে )
  5. He is likely to go to market in the morning.(স সকলে বাজারে যাওয়ার সম্ভাবনা আছে )

Spoken English

  1. I am fond of traveling .(আমি ভ্রমণ করতে পছন্দ করি)
  2. I am fond of reciting Quran.(আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি)
  3. I am fond of catching fish.(আমি মাছ ধরতে পছন্দ করি)
  4. She is fond of reading newspaper.(সে পত্রিকা পড়তে পছন্দ করে)
  5. They are fond of roming around .(তারা ঘুরতে পছন্দ করে)
  6. Rimi is fond telling stories .(রিমি গল্প বলতে পছন্দ করে)


Spoken English |  How to Speak Fluent English: Escaping the Intermediate Level

Spoken English | How to Speak Fluent English - intermediate to Advanced Speaking Practice

englishfortoday     June 14, 2020     0

Spoken English  | How to Speak Fluent English - intermediate to Advanced Speaking Practice



  1. I am typing to learn English। ( আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি )
  2. I am typing to do something (আমি কিছু করার চেষ্টা করতেছি)
  3. I am typing to help the  street children(আমি পথশিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি
  4. I am typing to clean my room( আমি আমার ঘর পরিষ্কার করতে চেষ্টা করতেছি)
  5. I am typing to motivate him(আমি তাকে অনুপ্রাণিত করতে চেষ্টা করতেছি

  1. I won’t' have doing (আমি দিতে পারি না)
  2. I won’t' have you teling a lie.(আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না)
  3.  I won’t' have you squandering time.(আমি তোমাকে সময় অপচয় করতে দিতে পারি না)
  4. I won’t' have them going out at nigh. ( আমি তাদেরকে রাতে বাহিরে যেতে দিতে পারি না। 
  5. I won’t' have you smoking.(আমি তোমাকে ধুমপান করতে দিতে পারি না)
  6. I won’t' have you coming here(আমি তোমাকে এখানে আসতে দিতে পারি না)

how to learn spoken english

  1. Are you faithful (তুমি কি বিশ্বস্ত)
  2. Are you happ. ( তুমি কি খুশি)
  3. Are you lucky (তুমি কি ভাগ্যবান
  4.  Are you married (তুমি কি বিবাহিত)
  5. Are you hungry (তুমি কি ক্ষুদার্ত
  6.  Are you nervous (তুমি কি উদ্বিগ্ন
  7. Are you sick (তুমি কি অসুস্থ
  8. Are you ok (তুমি কি আছ
  9. Are you busy (তুমি কি ব্যস্ত
  10. Are you ready ( তুমি কি প্রস্তুত)

What is the point(কি লাভ?)
What is the point+to+verd1+extension

  1. What is the point to talk to me?( কি লাভ আমার সাথে কথা বলে)? 
  2. What is the point to waste time unnecessarily (কি লাভ অপ্রয়োজনিভাবে সময় নষ্ট করে)
  3.  What is the point to help him?(কি লাভ তাকে সাহায্য করে)?
  4. What is the point to call him? (কি লাভ তাকে কল করে)?
  5. What is the point to cry? (কি লাভ কান্নাকাটি করে)?
  6. What is the point to love the girl?(কি লাভ মেয়েটিকে ভালোবাসে)?    
  7. What is the point to quarrel with me? (কি লাভ আমার সাথে ঝগড়া করে)?
  8. What is the point to read? (কি লাভ উপন্যাসটি পড়ে)?
  9. What is the point to follow him? (কি লাভ তাকে অনুসরণ করে)?
  10. What is the point to go out?( কি লাভ বাইরে গিয়ে)?
  11. What is the point to write the peom?(কি লাভ কবিতা টা লেখে)?
  12. What is the point to chat with frends? (কি লাভ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে?)
  13. What is the point to argue with the man?)

  1. I'm yet to propose her.(আমি তাকে এখনো প্রস্তাব করিনি.)
  2. I'm yet to love her. ( আমি তাকে এখনো ভালোবাসিনি)
  3. I'm yet to go to market.(আমার এখনো বাজারে যাওয়া হয়নি)
  4. sree beero sarkar is  yet to come.( শ্রী বীরু সরকার এখনো আসেনি)

চলুন may be দিয়ে বাক্য তৈরী করা শিখি
Sub+verb+obj+extension

  1. Mr Chowdhury, we may be poor, but not greedy.(চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু লোভি না।)
  2. he may be rich, but he is stingy(সে গরিব হতে পারে, কিন্তু সে কৃপণ)
  3. He may be 1 roll, but he will not get  GPA 5(তার রোল এক হতে পারে,কিন্তু সে জিপিএ ৫ পাবে না)
  4. I can go with you, but I'll be back tomorrow(আমি তোমাত সাথে যেতে পারি, কিন্তু কালই চলে আসব
  5. Let's you turn(এবার আপনার পালা)


Spoken English  | How to Speak Fluent English - Beginner to Advanced Speaking Practice


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.