হাতের লেখা ভালো করার কৌশল
How to Make Hand-Writing Good
বীরবল রায়
একটি সুন্দর হাতের লেখা সবারই কাম্য। সবাই চায় তাদের হাতের লেখাটা চমৎকার হোক। মানুষ দেখার সাথে সাথে বলুকঃ কি সুন্দর হাতের লেখা? সুন্দর হাতের লেখার মাধ্যমে সবার মন জয় করার পাশাপাশি পরীক্ষায় ভালো নাম্বার পেতেও সাহয্য হয়। তাই আমার আজকের আয়জন হলো কিভাবে হাতের লেখা ভাল করা যায়।
সুন্দর হাতের লেখা বলতে আমরা কি বুঝি?
- দেখতে ভাল লাগে।
- বর্ণ গুল সমান।
- কাটাকাটি ও ঘষা-মাঝা থাকবে না ।
- সঠিক ভাবে লাইনের মাঝে শুন্যস্থান থাকবে।
- প্রতিটা শব্দের পর সমান শুন্যস্থান দেওয়া থাকবে।
- লাইন গুলো এক যায়গায় শেষ হবে।
- লাইন বাঁকা হবে না।
- এক লাইন আরেক লাইনে ঢুকবে না।
- খাতার পাতার বাইরে লেখা যাবে না।
- বর্ণের মাত্রাগুলো সঠিকভাবে দেওয়া থাকবে।
- অযথা প্যচানো হবে না।
- খুব সহজ ও প্রাঞ্জল থাকবে।
- বিরাম চিহ্নের ব্যবহার সঠিক থাকবে।
- বর্ণ গুলো সোজা থাকবে।
- এছাড়াও আরো অনেক গুন থাকতে পারে।
এবার আসা যাক কিভাবে হাতের লেখা সুন্দর করা করা যায় তা নিয়ে আলোচনায়। হাতের লেখা সুন্দর করার সব চেয়ে বড় কৌশল হচ্ছে কোন একটি সুন্দর হাতের লেখা দেখে প্রতিদিনই সেটার মত করে লেখার চেষ্টা করা। ধর্য্য ধরে ১৫ দিন চেষ্টা করলে আশা রাখি হাতের লেখা অনেক সুন্দর হবে। এ ছাড়াও নিচে কিছু কৌশল আলোচনা করা হলঃ
হাতের লেখা সুন্দর করার কৌশলঃ
- বর্ণ গুলো সব সময় সমান হবে।
- সঠিকভাবে মাত্রা দিতে হবে।
- বর্ণ গুলো সব সময় সোজা হবে।
- লাইন থেকে লাইনের মাঝে সমান গ্যাপ থাকবে।
- শব্দগুলোর মাঝেও সমান গ্যাপ থাকবে।
- প্রতিদিনই কিছু না কিছু লেখার অভ্যাস করতে হবে।
- মনে রাখতে হবে ভালো লিখা একটি শিল্প। তাই এই কাজটি যত্নের সাথেই করতে হবে।
- কাটাকাটি ও ঘষা-মাঝা করা যাবে না। কোন ভুল হলে একটানে লেখাটি কেটে দিতে হবে যেন কি ভুল হয়েছিলো তা বোঝা যায়।
- ওভার রাইট করা একদম নিষিদ্ধ।
- লেখার সময় সঠিক মার্জিন অনুসরণ করতে হবে।
- খাতার একটা জায়গা থেকে লেখা শুরু করে শেষে একটা নির্দিষ্ট জায়গা রেখে দিতে হবে।
- লাইন গুল সোজা হবে।
- লাইনের শেষে শব্দ লেখা শেষ না হলে সেটি ভেঙ্গে হাইফেন দিয়ে নিচের লাইনে বাকি অংশ লিখতে হবে।
- বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করতে হবে।
- অন্য কারো যে বর্ণটি ভালো সেটি দেখে দেখে কপি করতে হবে।
- ইংরেজি লেখার ক্ষেত্রে লাইনের প্রথম বর্ণ সব সময় বড় হাতের দিতে হবে।
- লেখার ক্ষেত্রে কলম ও খাতা ভালো ভূমিকা রাখে তাই সেদিকেও খেয়াল রাখতে হবে।
- সুন্দর লেখা মানেই সবাইকে আকর্ষন করবে এমন না। লেখা হবে স্ট্যান্ডার্ট।
পরিশেষে সবার হাতের লেখা সুন্দর হোক এই আশা করি। সবাই ভাল ও সুস্থ থাকবেন। আর লেখাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে যানাবেন।
Birbal Roy
M.A in English, B.A (Honours)
M.Ed (Dhaka University)
হাতের লেখা সুন্দর করার কৌশল |
Very Effective Suggestions For Handwriting.
ReplyDeleteThank You so much for your valuable comment
Delete