Pages

Showing posts with label Grammer. Show all posts
Showing posts with label Grammer. Show all posts

The Use of The Right Form of Verbs with Indicators.

englishfortoday     July 11, 2020     1

The Use of The Right Form of Verbs with Indicators.

ইংরেজিতে নির্ভুলভাবে Communicate করতে হলে একটি verb কোথায় কোনরূপে ব্যবহার হতে পারে তা জানা একান্ত অপরিহার্য। আর এ Verb এর সঠিক রূপ ব্যবহার জানার পদ্ধতিকেই Right Form of Verb বলে।

➽ নিম্নে Using right forms of verbs ব্যবহারের কতিপয় সহজ Rule বা নিয়ম উদাহরণসহ প্রদান করা হল।

🔺Rule-1 কোন  Sentence-এর বক্তব্য যদি চিরন্তন সত্য (Universal truth) হয় তবে তা Present Indefinite Tense হবে।  এক্ষেত্রে Subject-এর দিকে লক্ষ্য করতে হবে। Subject যদি  3rd person এবং Singular number হয় তবে মূল Verb-এর শেষে  's' এবং 'es' বসাতে হবে।
Example:
The earth (move) round the sun.
➤The earth moves round the sun.
Cherity (being) at home.
➤Cherity beings at home.

🔺Rule-2  কোন Sentence- এর বক্তব্য যদি অভ্যাসগত সত্য (Habitual fact) হয় তবে তা Present Indefinite Tense হবে। কাজেই Subject যদি 3rd person এবং Singular number হয় তবে মূল Verb-এর শেষে 's' এবং 'es' যোগ করতে হবে।
Example: 
My mother (recite) the Holy Quran every morning.
➤My mother recites the Holy Quran every mornig.

For Practice
Re-write the following sentence using the form of verb.

  •  The sun (rise) in the east.
  • The sun (give) us light.
  • Ruma (go) to school everyday.
  • The rich (be) not always happy.
  • The poor (suffer) a lot.

  • The sun rises in the east.
  • The sun gives us light.
  • Ruma goes to school everyday.
  • The rich are not always happy.
  • The poor suffer a lot.

🔺Rule-3 Present Indefinite Tense যদি Negative (না বোধক) হয় তবে  Subject-এর পরে  do/does বসবে, তারপর not বসবে।
Example: 
I not (eat) pineapple.
➤I do not eat pineapple.
Rifat not (take) exercise.
➤Rafat does not take exercise.

🔺Rule-4 Bare infinitive ( let, behold, make, see. watch, hear, bid, need, dare, feel, cannot but, used to) Modal auxiliaries ( can, could, may, might, shall, should, will, would. ought to, must. would rather. am to, is to, are to, had better, have to. has to. ইত্যাদির পরের Verb-টির  Present form হয়।

Example: 

 She made me (do) the work.
➤ She made me do the work.

We cannot but (shed) tears.
We cannot but shed tears.

I used to live alone.
➤I used to live alone.

I can (do) the wrok.
➤I can do the wrok.

It may (rain) today.
➤It may rain today.

You should (obey) your parents.
➤You should obey your parents.

You would rather (go) there.
➤You would rather (go) there.

You had better (go) to a doctor.
➤You had better go to a doctor.

We are to (go) now.
➤We are to go now.

You have to (do) this.
➤You have to do this.

🔺Rule-5 কোন কাজ সবেমাত্র শেষ হয়েছে এরূপ বুঝানোর জন্য already, just, just now, recenly, lately, never, ever, yet, ইত্যাদির word ব্যবহার হয় এবং verb-এর  Present Perfect Tense হয়।
Example:

➤You have already been answered.
The enemy just (flee) away.
➤The enemy has just fled away.
I have not yet choosen my career.
➤They have never (swim) in the river.
They have never swum in the river.



🔺Rule-6 কোন Sentence-এ অতীত নির্দেশক word/ Phrase. যেমনঃ  yesterday. last night. last weet. last month, last years, ago, long, since, ইত্যাদি থাকলে সেটি Past Indefinite Tense হয়। এক্ষেত্রে Subject-এর পর Verb-এর  Past form (did, went) বসে।
 Example:

He (Buy) a pen yesterday.
➤He bought a pen yesterday.
 He (leave) home half an hour ago.
 ➤He lelf home half an hour ago
I (receive) your letter yesterday.
➤I received your letter yesterday.
Last night. I (have) a wonderful dream.
➤Last night. I had a wonderful dream.
None liked him as he (be) idle.
➤None liked him as he was idle.

🔺Rule-7 It is time, it is high time, wish এবং fancy-এর Verb-এর Past form (did went....) বসে।

Example: 
It is time we (go) there.
➤It is time we went there.
If I (know) him earther!
➤If I knew him earther!

🔺Rule-8 If wish বা fancy-এর ব্রকেটে 'be' থাকলে তাকে 'were' করতে হবে Subject যা-ই হোক না কেন।
Example:

I wish I (be) a poet.
I wish I were a poet.

🔺Rule-9 অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে আগে সংঘটিত হয় সেটি  Past Perfect Tense এবং যেটি পরে ঘটেছিল সেটি Past Indefinite Tense হয়। Before (পূর্বে)  এর পূর্বে এবং After-এর পরে Past Perfect Tense ব্যবহার হয়। After এর পরে বসে Past Perfect Tense.

Example:

The patient (die) before the doctor (come).
➤The patienth had died before the doctor came.
The train (leave) the station after he (reach) there.
➤The train left the station after he reached there.
His father died after he (be) ill for a long time.
➤His father died after he had been ill for a long time.
I reached the station after the train (leave).
➤I reached the station after the train had left.

🔺Rule-10 No sooner, scarcely ও hardly যুক্ত Clauseটি  Past Perfect Tense (had' Subject-এর আগে) এবং than বা when যুক্ত Clauseটি Past Indefinite Tense হয়।

Example: 

No sooner he (come) here than I (leave) the place.
➤No sooner had he come here than I left the place.
Hardly had he seen me, when he (leave) the place.
➤Hardly had he seen me, when he left the place.

🔺Rule-11 দুটি Clause-এর মাঝে Conjunction হিসেবে since থাকলে প্রথমে Clause-টি যদি Present Tense হয় তবে পরেরটি হবে Past Indefinite Tense.

Example: 

Many days have passed since you (visit) our village.
➤Many days have passed since you visited our village.
Many days have passed since I (see) you.
➤Many days have passed since I swa you.

🔺Rule-12 Since-এর আগের Clause-টি যদি Past Indefinite Tense হয় তবে পরের Clause-টি হবে Perfect Tense.

Example: 

It was long since I ( meet) him.
➤It was long since I had met him.
It was long since I (see) you.
➤It was long since I had seen you.

🔺Rule-13 Conditional Clause যদি Past Perfect Tense হয় তবে অপর Clause-টির Subject-এর পর would/might/ ( কখন কখন could) বসাতে হয়। তারপর মূল Verb-এর Present form বসবে।


Example: 

If Raji came here, he (meet) me.
➤If Raji came here, I shall meet me.

🔺Rule-14 Conditional Clause (If-Clause) যদি Past Perfect Tense হয় তবে অপর Clause-এর পর Subject-এর পর would/have/might have (কখনও কখনও could have) বসে এবং মূল Verb-এর Past Participle হয়।

Example:

If I had known you before, I (invite) you.
➤If I had known you before, I would have invited you.


🔺Rule-15 শর্তমূলক (Conditional) Clause যদি had দিয়ে শুরু হয় তবে এর মত প্রক্রিয়া অনুসর করতে হবে (অর্থাৎ would have/might have+Past Participle)

Example: 

Had I been a king. I (rule) the country well.
➤Had I been a king. I might have rule the country well.
Had I been a rich man, I (help) the poor.
➤Had I been a rich man, I  would have helped the poor.

🔺Rule-16 Simple Sentence-এ দুটি Verb থাকলে Sentence-এর শেষের দিকের Verb-এর  ing যোগে Present Participle করতে হবে।

Example: 

I saw the man (run) away.
➤I saw the man running away.
I saw the man bird (sit) on the roof.
➤I saw the man bird sitting on the roof.
I heard her (sing) in the Assembly Hall.
➤I heard her singing in the Assembly Hall.

🔺Rule-17 যখন Subject-এর বিভিন্ন Person or, nor, either.......or. neither......nor দ্বারা যুক্ত হয় তখন শেষাক্ত Person এর Subject অনুযায়ী Verb বসে।

Example: 

Either he or I (be) mistaken.
➤Either he or I am mistaken.
Neither you nor she (be) beautibul.

শুধু গুরুত্বপূর্ণ রুলস গুলো দেওয়া হলো।
The Use of The Right Form of Verbs with Indicators.


How to Use Articles (A, The An) English Grammar

englishfortoday     July 04, 2020     0
The Article- পদাশ্রিত নির্দেশক
  • যে সকল word এর পূর্ব এ বসে সেই word  কেই নির্দেশ করে তাকে Article বলে। যেমনঃ বইটি (The Books)  
The Artice 

1.Indefinite(A/An)
2. Difinite(The)


  • Indefinite Article : যে সকল articles কোন words এর পূর্বে বসে সেই   words কে অনির্দিষ্ট করে তাকে IndefiniteArticles বলে। যেমনঃ An apple, a bat.
  • Definite Article: যে সকল article কোন  words এর পূর্বে বসে সেই words কে নির্দিষ্ট  করে তাকে Definite Article বলে।  যেমনঃ   The man, the cow.
Use of A and An
 1.সাধারণত consonant  এর পূর্বে a এবং   vowel (a, e, o, u) এর পূর্বে an বসে।
যেমনঃ a hen, a book, a pen, a apple, an egg, an orange.

2. শব্দের শুরুতে যদি h  থাকে এবং উচ্চারণ h যদি এর মত h হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্ব an বসে। 
a horse, a historian, am honest man, an hour.

3. শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তার উচ্চারণ u যদি এর মত হয় তাহলে তার পূর্বে  a বসে।
যেমনঃ a ewe, a Europen, a uniform, a university, a useful metal.

4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে An বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে। 
যেমনঃ an open field, an open heart surgery, an opera, an orange. a one take note, a one eyed man.

5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু  abbreviation এর প্রথম অক্ষর  consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।  
যেমনঃ an M.B.B.S, an F.C.P.S, an M. A, a B.A. a B.S.C.

Other uses of A and Aa

1. এক জাতীয় সকল singular common noum  এর পূর্বে a/an বসে।
যেমনঃ A tiger id a dangerous; An ant is an industrous insect. 

2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে। 
যেমনঃ He bought an orange, He lives in a tiny room.
 
৩. সমজাতীয় কিছু( the same. the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun  এর পূর্বে  a/an বসে। 
যেমনঃ
-Birds of a feather flock together. 
-Criminals are of a(the same)chararer.
-There lived a farmer.

4. Preposition  অর্থে কখনো কখনো a ব্যবহার হয়। এরূপ a কে disguised preposition বলে। 
যেমনঃ He went a (on) fishing, She went a (on) shopping.

5. Few, little, good many, good deal, ইত্যাদি plural noun  এর পূর্বে  a/an বসে। মাঝে মাঝে many  এর পরে a/an  বসে। 
Example: 
-I have a few firends here. 
-The library has a lot of books 
-The rich man has a good deal with money. 
-Many a man was present in the meeting.

6. সংখ্যাবাচক শব্দ-dozen, hundred, thousand, million. couple,score,ইত্যাদির পূর্বে a বসে।

7. Exclamation অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে।     
-What a beautiful lady!
-How nice a brid!

8. Singular common noun -quite, many, rather, but, more,এর পূর্বে a/an বসে। 
-He is rather a gentleman. 
-You are but a child.

9. Mr/ Mrs./Miss এর a/an বসে।
- A Mr Ashik called in his help.
-A Mrs. Habiba sought his help. 

Articles (Use and Omission): Omission of a/an: 


1.খাবারের (meals)পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে।
Ineorrect-We have a dinner at 8.00 pm. 
Correct- We have dinner at 8.00 pm.
Incorrect- We had good brakfast yesterday.
Correct- We had a good breakfast yesterday.

2. Plural এর পূর্বে noun a/an বসে না।  
-Birds are beautiful .
-Cows are useful.

3. Uncountable noun হিসেবে গণ্য যেমন-  advice, infoimation, news, baggege, water, milk,oil,tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an  বসে না। 
-He gave me some information.
-We take tea. 
-He drinks water.
তবে পরিমান করা এমন কিছু measure words  থাকলে তার পূর্বে a/an বসে। 
যেমনঃ- Give me a glass of water.

Use of definite article: The

নিম্নের কবিতা শব্দগুলোর আগে acticle the বসে
চন্দ্র, সূর্য সাগর, মহাসাগর আর নদী, 
পর্ব শ্রেনী, দ্বীপপূঞ্জল,উপসাগর, থাকে যদি,
উওর, দক্ষিণ, পূর্ব , পশ্চিম মিলে এই পৃথিবী ,
জাতি, সম্প্রদায়, ধর্ম গ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভোগলিক নাম-
এর আগে the এর ব্যবহার হয় সহজে জানলাম।

যেমনঃ the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean, the Himalyas, the Padma, the Persian Gulf, the north, the south, the east, the west,the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th Octorber, the U.S.A, the United Kingdom.

১।  নির্দিষ্ট করে বুঝায় এমন common nounএর  singular ও এর পূর্বে the বসে।
-The boy is reading.
-The girl is singing.

২। এক জাতীয় সকলকে বুঝাতে  singular common noun এর পূর্বে the বসে। 
-The cow gives us milk. 
-The rose is beautiful flower.

৩। নদী, সাগর, উপসাগর, পর্ব শ্রেনী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে  the বসে। 
-The Andmans, The Himalayas, The Titanic.

৪।  ধর্ম গ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the  বসে।
-The holy Quran, The Daily sun. 

৫।  একক বস্তু প্রিথিবি, চন্দ্র, সূর্য , পূর্ব , পশ্চিম, উওর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে the বসে।
-The sun, The earth, The moon.

৬।  বরণনামূলক বা অর্থ পূর্ণ নামের পূর্বে the  বসে।
-The U.S.A, the panjab.

৭। তারিখের নামের পূর্বে  the বসে।
-The 10th March.

৮।  জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে  the বসে।
-The rich, The poor, The Muslims.

৯। Superlative degree তে adjective এর পূর্বে the বসে।
-He is the best boy in the class. 

১০। Material noun এর পূর্বে the বসে না।  তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে  the বসে।
-The Diamond of Africa is famous.


১১। Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
-The great Akbar was a mighty ruler.

১২। বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম  polural হলে তার পূর্বে the বসে।
-The khans, The Pathans. 

১৩। সংখ্যা প্রকাশক  word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে।
-Eggs are sold by the dozens.

১৪। Musical instrument এর পূর্বে the বসে।
-I can't play the Guitar. The cowboy can play the flute well . 

১৫। কোন কোন যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে the বসে।
-Markoni invented the radio. The bicycles are an easy means of transport. 

১৬। Singular designation এর পূর্বে the বসে।
-The president, The Prime Minister, The headmaster.


Omission of definite article: The

১। বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে  the বসে।
যেমনঃ-The Gitanjoli of Robindranath.

২। মানবজাতি man and womenএর পূর্বে the বসে না। 
যেমনঃ Incorrect- The man is mortal.
correct-man is mortal.

৩। ভাষার নামের পূর্বে the বসে না।

যেমনঃ- He is going to park.

৪। রাস্তার, এভিনু স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
যেমনঃ Bangla is our mother language. English is an international language. 

৫।কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the  বসে।
যেমনঃThe English language is international. 

৬। হ্রদের নামের পূর্বে the  বসে না।
যেমনঃ Lake Superior, Lake Baikal, Lake Caspian. 

৭। দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমনঃ Friday is holyday.

৮। রোগের নামের পূর্বে the বসে না।
যেমনঃFever has broken out in the home. 

৯। Allah or God এর নামের পূর্বে the বসে না। 
যেমনঃ Allah has created us.

১০। ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না। 
যেমনঃ Raise your right hand, Put off your shirt. 

১১। শরীরের অংগ-প্রতংগ- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না। 
যেমনঃ by bus, by train, by launch.

Works Out on Article


Put a/an the/x in the gaps: 
  1. late.............oranage.
  2. He is...............FCPS doctor.
  3. He is .................businessman.
  4. He is  neither a teacher nor ............. student.
  5. My mother had..................bad cold.
  6. He went for.............walk around the field to get some fresh air.
  7. If the weather is nice, we could have..........picnic in the park.
  8. ....................Piano is my favorite instrument.
  9. ...............rich are not always happy.
  10. My brother jointed........................bar.
  11. ................Man is mortal.
  12. Dhaka is............Delhi of Bangladesh.
  13. .............. kindness is great virtue.
  14. He went to......................hospital.
  15. This is ...............unique idea.\
  16. He is.............one eyedman.
  17. He is ...............Engineer.
  18. .........................great many soldiers entered the village.
  19. There is................little milk in the bottle.
  20. ..........................old man went there.
  21. Don't drive the car at 100 miles.................hours.
  22. Bina is ...................Beauty.
  23. ..........blind should not be neglected.
  24. What....................pity.
  25. What................awful remark.
  26. I have bought a car.............car is very costly.
  27. ......................Sheraton hotel is in Dhaka.
  28. ...................Titanic sank with all its cerws.
  29. ............USA is the most powerful country in the world.
  30. Dhaka is............ Paris of Bangladesh.


How to Use Articles (A, The An) English Grammar


 
 


Most Common Synonyms and Antonyms with Examples, English Grammar

englishfortoday     June 24, 2020     0
NO Words Synonyms Antonyms
1 Acumen Awareness, brilliance Stupidity, Ignorance
2 Adhere Comply, observe Condemn, disjoin
3 Abolish Abrogate, annual Setup Establish
4 Abash Disconcert, rattle Uphold, Discompose
5 Abound Flourish, proliferate Deficient, Destitute
6 Abate Moderate, decrease Aggravate
7 Abject Despicable, servile Commendable, Praiseworthy
8 Abjure Forsake, renounce Approve, Sanction
9 Abortive Vain, unproductive Productive
10 Absolve Pardon, forgive Compel, Accuse
11 Accord Agreement, harmony Discord
12 Acrimony Harshness, bitterness Courtesy, Benevolence




11 Steep Course, lofty Flat, gradual
12 Stranger Immigrant, guest Acquaintance, national
13 Sublime Magnificent, eminent Ridiculous
14 Succinct Concise, Terse Lengthy, polite
15 Sympathy Tenderness, harmony Antipathy, Discord
16 System Scheme, Entity Chaos, Disorder
17 Sarcastic Ironical, derisive Courteous, gracious
18 Saucy Impudent, insolent Modest, humble
19 Shrewd Cunning, craftly Simple, imbeclie
20 Scanty scarce, insyfficient Lavish, multitude
21 Shabby miserable, impoverished Prosperous, thriving
22 Acrimony Harshness, bitterness Applaud, approve




23 Solicit Entreat, implore Protest, oppose
24 Subterfuge Deceit, Stratagem Frankness,Openness
25 Spurious Fake, Counterfeit Genuine, Authentic
26 Sporadic Intermittent, scattered Lncessant
27 Squalid Dirty, filthy Tidy, Attractive
28 Successful Propitious, Felicitous Destitute, Untoward
29 Stupor Lethargy, unconsciousness Sensibility, Consciousness
30 Subsequent consequent, following Preceding, previous
31 Sobvert Demolish, sabotage Generate, organize
32 Superficial Partial, shallow Profound, discerning
33 Taboo Prohibit, ban Permit, consent
34 Taciturn Reserved, silent Talkative, extrovert




35 Abandon Abdicate, abjure, resign. Maintain, uphold .stay.
36 Abate Assuage, decrease, dimainish. Amplity,enlarge, increase.
37 Abbreviate Shorten,abridge,condense. Expand; lengthen.
38 Abbreviation Abridgement, abridge; condersation Expansion
39 Abduct Kidnap; take away. Restore.
40 Abhor Detest; hate; abominate. Like; love; approve.
41 abhorrence Detestation; hatred; loathing. Liking, adornment approval
42 Abide Stay; reman ; be faithful to Depart; disobey; violate
43 ability Competency, talent ,skill. Lncapacity, weakness.
44 Abject Mean; base; degrade; servile. Honourable; respectable.
45 Able Capable, clever, competent. Inefficient, weak
46 Abnormal Eccentric, erratic, exceptional. Natural, regular, normal.
 




59 Appeal  Make earnest request; entreat. Disclaim
60 Appear Come into view Disappear
61 Appearance Emergence; coming; advent. Disappearnce
62 Appease Pacity; make quiet or calm. Vex; provoke
63 Applaud Praise; express approval Denounce; hiss
64 Applause Praise; loud approval Denunciable
65 Applicable Appropriate; that cam be applied suitable; aptfitting. Inapplicable; inappropriate.
66 Apply Ask for; make application Divert
67 Appoint Choose for a post; settle; fix Dismiss; cancel
68 Appreciate Justly estimate; value. Dipreciate
69 Baggy  Hanging in loose folds. Tight
70 Baneful Evil; baleful; harmful; hurtful. Harmless; beneficial

Tenses in English Grammar with Examples, Learn Tenses Easily, Easy and Smart Method

englishfortoday     June 22, 2020     0
Tense

Tense
: শব্দের বাংলা অর্থ কাল।  সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো  Tense. তাই Tense- কে ইংরেজি ভাষার প্রাণ "  Soul of English Language" বলতে পারি।  বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন-সব ক্ষেত্রেই Tense এর প্রয়োজন অনস্বীকার্য। 

  • কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। Tense প্রধানত তিন প্রকার যথা-
  1. The Present Tense
  2. The Past tense
  3. The Future Tense   

1. Present Tense : Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে  Present Tense বলে। 
  • She sings a song. The boy is playing football.

2. Past Tense : Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বলে। 
  • She sang a song. The boy was playing football.   

3. Future Tense :  Verb এর কার্য যখন ভবিষ্যৎ সময় কে নির্দেশ করে তখন তাকে Future Tense বল।
  • She will sing a song. The boy will be playing football. 

কার্যের সময়কে আরও স্পষ্ট করে বুঝাবার জন্য প্রত্যেক প্রকার Tense কে আবার চার ভাগে ভাগ করা হলো।

tenses in english grammar with examples



(a) Indefinite (b) Continuous  (c) perfect  (d) perfect Continuous. 
Present Tense.
 
Present Tense এর চারটি রূপঃ  (i) Present Indefinite (ii) Present Continuous (iii) Present Perfect  (iv) Present perfect continuous. 

যে  Tense দ্বারা  বর্তমান কোন কাজ করা,  অভ্যাস বা চিরসত্য বুঝায় তাকে Present Indefinite Tense বলে। বাংলায় চিনিবার উপায়ঃ করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পড়ে, পড়েন, পড়িস, ঘুমায়,  ঘুমাও, ঘুমান- ইত্যাদ৷ 
 (i) সে ঘুমায় 
(ii) তিনি উপন্যাস পড়েন। 
গঠনঃ Subject এর পর মূল Verb বসে৷  Subject Number হলে Verb এর শেষে 's' বা 'es' যোগ হয়৷ যে সকল verb- এর  শেষে ss, sh, ch, x এবং o থাকে তাদের শেষে , es যোগ  করতে হয়
Structure : Subject+ মূল  Verb এর Present from + object +  বাকী অংশ He reads a book.    
Present Indefinite Tense এর ব্যবহার
নিম্নলিখিত  ক্ষেত্রে Present Indefinite Tense ব্যবহার হয়ঃ 
  1. চিরন্তনসত্য ( Universal truth)  বুঝাতে;  The sun rises in the east,
  2. অভ্যাসগত কর্ম বুঝাতে ; He goes to bed at ten o clock everyday.
  3. ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে অনেক সময় এ Tense ব্যবহার হয়,
  4. Ramadan begins in the next month  
  5.  Often, usually, sometimes,  always,  occasionally, on Fridays,  twice,  every day,  every week ইত্যাদি শব্দ বা phrase এর সহিতঃ Muslims go to mosque on Fridays.
  6.        
  7. অতীতকালের কাজ বর্তমানে কাজরূপে বুঝাতে; Humayun ascends the throne. 
  8. কোন বক্তা বা লেখকের উক্তি উদ্বৃত  করতে ; Shakespeare saye, "Lefe is a tale told by an idiot.
  9. Newspaper-এর headline-  (শিরোনাম) ব্যবহার হয়;

   Present Continuous Tense

যে Tense দ্বারা বর্তমানকালে কোণ কাজ চলতেছে বুঝায় তাকে  Present Continuous Tense বলে। 
বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে  তেছ, তেছি, তেছে,  তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি,  ছু, ছি, ছেন, এদের যে কোন একটি যোগ থাকে। 

গঠনঃ প্রথমে Subject বসে৷ + Number & person অনুযায়ী " be' verb (যথা  am,  is বা  are)  বসে + মূল Verb এর শেষে ing বসে। 

Structure : Subject+ am/is/are+ মূল Verb এর শেষে ing  যেমনঃ Rafat is reading a book.

বিঃ দ্রঃ I - এর পরে am বসে।  He,  she , it  এবং   অন্যসব 3rd person ও Singular number এর পরে is বসে। we,  you,  they, ও plural subject এর পরে বসে। 


The Present Perfect Tense 

যে  Tense দ্বারা কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে Present Perfect Tense বলে। 

বাংলায় নিচিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে য়াছ, য়াছি, য়াছে, য়েছেন, য়েছ,  য়েছি, য়েছে এদের কোন একটি যোগ থাকে। 

আমি ভাত খায়েছি-I have eaten rice. 

সে স্কুলে গিয়াছে-He has gone to school. 

এছাড়া- করিনি/ করি নাই/ খাই নাই ইত্যাদি বুঝালে Present Perfect Tense হয়।  

আমি ভাত খায়নি - I have not eaten rice.

গঠন প্রণালীঃ subject+ have/has+ মূল Verb এর  Past  Participle + Exatension.

Note : He,  she,  it ও অন্য সব Singular Number যুক্ত Third person - এর পরে has বসে।  I,  we,  you they, ও Plural subject - এর পরে  have বসে।  

The Present Perfect continuous Tense 

যে Tense দ্বারা কো৷ কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতছে  বুঝায় তাকে  Present Perfect continuous Tense বলে। 

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছ,  তেছি,  তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন এদের যে কোন একটির উল্লেখ থাক এবং তার সাথে একটি সময়ের উল্লেখ থাকে। 

Structure : Subject+ have been / has been + মূল Verb এর সাথে ing + Extension. 

তারা দু' ঘন্টা যাবৎ ফুলবল খেলছে্। 

The have been playing football for two hours.

Note : I, we,  you,  they,  ও plural subject  এর পরে have been বসে। আর সব ক্ষেত্রে have been বসে। 

tenses in english grammar with examples

The past Indefinite

অতীতে কোন কাজ করা হয়েছিলো কিন্তু  বর্তমান তার৷ ফল বিদ্যামান নেই এরূপ প্রকাশ করলে Verb-এর Past Indefinite Tense হয়৷

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ছিল,  ছিলাম, ছিলে, ছিলেন, ল,  লাম,  লে,  লেন, ত,  তাম,  তে,  তেন-এদের যে কোন একটি যোগ থাকে।  যেমনঃ  করেছিলাম,  করেছিল, করেছিলে,  করিয়াছিল, করিয়াছিলাম, করিয়া ছিলে,  করেছিলেন, করিয়াছিলে, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পড়িতেন ইত্যাদি । 

Structure : Subject+মূল  Verb -এর Past+Exaltation
আমি স্কলে গিয়াছিলাম--I want to school. 

Note: যখন Past Indefinite Tense যুক্ত কোন Sentence-এ মূল Verb থাকে না তখন Was/were/had মূল  Verb  হিসাবে ব্যবহৃত হয়। কর্তা নিজে কোথাও উপস্থিত থাকা বা না থাকা বুঝালে কর্তা পরে Was /were বসে। আর কর্তা অধীনে কোন জিনিস ছিল বা না ছিল বুঝাতে মূল Verb হিসাবে কর্তা  পরে had বসে। 

I was present in the meeting yesterday. 
They were not present in the meeting yesterday. 
He had a pen.    
           
          Future Indefinite Tense 

 Verb এর কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বুঝালে   Verb- এর Future Indefinite Tense হয়। 

বাংলায় চিনিবার উপায়ঃ  বাংলা ক্রিয়ার শেষে বে,  ব,  বা,  বি,  বেন,  এদের যে কোন একটি যোগ থাকে। যেমন করিব,  করিবে,  করিবি,  করিবা,  করিবেন।   

Structure : Subject+shall/will + মূল Verb এবং Present from + Extension.
 
Note : First Person - এর পরে সাধারণত  shall বসে। আর সব Person -এর পরে will বসালেও চলে। আমি কাজটি করব - I shall do the work. 
আমি কাজটি করিবে - They will do the wrok. 
            
বক্তা ভবিষ্যত সম্পর্কিত মতামত, (opinion), ধারণা ও অনুমান (  opinion,  assumptions)  প্রকাশ করতেঃ এ সমস্ত ক্ষেত্রে নিম্নলিখিত Verb- গুলি ব্যবহৃত হতে পারেঃ assume, be afraid, be /feel,  sure, believe,  daresay, doubt,  expect,  hope,  know,  suppose,  think,  wonder,  perhaps,  possibly,  probably,  sure,  ইত্যাদি Abverb ও ব্যবহৃত হতে পারে।  
He will come back.   
          
The Future Continuous Tense 

ভবিষ্যতকালে কোন কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকলে বুঝালে Verb- এর Future Continuous Tense হয়। 

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়া শেষে - তে  থাকিব,  তে থাকিবা,  তে থাকিবে,   তে থাকিবেন - এদের যে কোন একটি যোগ থাকে।   
 
Structure : Subject + will be / shall be +মূল  Verb - এর Present Form এর সাথে ing + extension. 

Note : Frist Person এর পরে সাধারণতঃ  Shall be বসে।  আর সব person-এ will be বসে 
আমি বইটি পড়িতে  থাকিব - I shall be reading the book. 

The Future Perfect Tense 

ভবিষ্যতে কোন  নির্দিষ্ট সময়ে কোন কাজ হয়ে থাকবে  অথবা একটি কাজের পূর্ব এর অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্ব এ হবে তার Future Perfect Tense হয়। 

বাংলায় চিনিবার   উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে য়া থাকিব,  য়া থাকিবে,  যা থাকিবেন - এদের যে কোন একটি যোগ থাকলে Future Perfect Tense হয়।

Structure : Subject + shall have + মূল Verb-এর  Past Participle form + Extension. 
আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিবঃ
I have finished reading the book by 4.pm 

Note : First Person- এর পরে সাধারণতঃ Shall have বসে।    অন্য সব Person- এ Will have বসে। 

The Future  Perfect Continuous  Tense 

 ভবিষ্যতকালে কোন কাজ কোন নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে অথবা দু'টি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে Verb-এর Future Perfect Continuous Tense হয়।  অন্যটির Present Indefinite Tense হয়। 

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে  তে থাকিব,  তে থাকিবা,  তে থাকিবেন ও একটি  সময়ের উল্লেখ। 

Structure : Subject+shall have been  / will have been+মূল Verb-এর  present form এর সাথে ing + Extension. 
আমি দু'ঘন্টা ধরে বইট৷ পড়তে থাকব- I shall have been reading the book for two hours. 

Note : Frist Person এর পরে সাধারণতঃ shall have been বসে।  আর সব Person- এর পরে will have been বসে। 
                    
                                     
                         


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.