Pages

Tenses in English Grammar with Examples, Learn Tenses Easily, Easy and Smart Method

englishfortoday     June 22, 2020     0

Tense

Tense
: শব্দের বাংলা অর্থ কাল।  সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো  Tense. তাই Tense- কে ইংরেজি ভাষার প্রাণ "  Soul of English Language" বলতে পারি।  বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন-সব ক্ষেত্রেই Tense এর প্রয়োজন অনস্বীকার্য। 

  • কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। Tense প্রধানত তিন প্রকার যথা-
  1. The Present Tense
  2. The Past tense
  3. The Future Tense   

1. Present Tense : Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে  Present Tense বলে। 
  • She sings a song. The boy is playing football.

2. Past Tense : Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বলে। 
  • She sang a song. The boy was playing football.   

3. Future Tense :  Verb এর কার্য যখন ভবিষ্যৎ সময় কে নির্দেশ করে তখন তাকে Future Tense বল।
  • She will sing a song. The boy will be playing football. 

কার্যের সময়কে আরও স্পষ্ট করে বুঝাবার জন্য প্রত্যেক প্রকার Tense কে আবার চার ভাগে ভাগ করা হলো।

tenses in english grammar with examples



(a) Indefinite (b) Continuous  (c) perfect  (d) perfect Continuous. 
Present Tense.
 
Present Tense এর চারটি রূপঃ  (i) Present Indefinite (ii) Present Continuous (iii) Present Perfect  (iv) Present perfect continuous. 

যে  Tense দ্বারা  বর্তমান কোন কাজ করা,  অভ্যাস বা চিরসত্য বুঝায় তাকে Present Indefinite Tense বলে। বাংলায় চিনিবার উপায়ঃ করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পড়ে, পড়েন, পড়িস, ঘুমায়,  ঘুমাও, ঘুমান- ইত্যাদ৷ 
 (i) সে ঘুমায় 
(ii) তিনি উপন্যাস পড়েন। 
গঠনঃ Subject এর পর মূল Verb বসে৷  Subject Number হলে Verb এর শেষে 's' বা 'es' যোগ হয়৷ যে সকল verb- এর  শেষে ss, sh, ch, x এবং o থাকে তাদের শেষে , es যোগ  করতে হয়
Structure : Subject+ মূল  Verb এর Present from + object +  বাকী অংশ He reads a book.    
Present Indefinite Tense এর ব্যবহার
নিম্নলিখিত  ক্ষেত্রে Present Indefinite Tense ব্যবহার হয়ঃ 
  1. চিরন্তনসত্য ( Universal truth)  বুঝাতে;  The sun rises in the east,
  2. অভ্যাসগত কর্ম বুঝাতে ; He goes to bed at ten o clock everyday.
  3. ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে অনেক সময় এ Tense ব্যবহার হয়,
  4. Ramadan begins in the next month  
  5.  Often, usually, sometimes,  always,  occasionally, on Fridays,  twice,  every day,  every week ইত্যাদি শব্দ বা phrase এর সহিতঃ Muslims go to mosque on Fridays.
  6.        
  7. অতীতকালের কাজ বর্তমানে কাজরূপে বুঝাতে; Humayun ascends the throne. 
  8. কোন বক্তা বা লেখকের উক্তি উদ্বৃত  করতে ; Shakespeare saye, "Lefe is a tale told by an idiot.
  9. Newspaper-এর headline-  (শিরোনাম) ব্যবহার হয়;

   Present Continuous Tense

যে Tense দ্বারা বর্তমানকালে কোণ কাজ চলতেছে বুঝায় তাকে  Present Continuous Tense বলে। 
বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে  তেছ, তেছি, তেছে,  তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি,  ছু, ছি, ছেন, এদের যে কোন একটি যোগ থাকে। 

গঠনঃ প্রথমে Subject বসে৷ + Number & person অনুযায়ী " be' verb (যথা  am,  is বা  are)  বসে + মূল Verb এর শেষে ing বসে। 

Structure : Subject+ am/is/are+ মূল Verb এর শেষে ing  যেমনঃ Rafat is reading a book.

বিঃ দ্রঃ I - এর পরে am বসে।  He,  she , it  এবং   অন্যসব 3rd person ও Singular number এর পরে is বসে। we,  you,  they, ও plural subject এর পরে বসে। 


The Present Perfect Tense 

যে  Tense দ্বারা কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে Present Perfect Tense বলে। 

বাংলায় নিচিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে য়াছ, য়াছি, য়াছে, য়েছেন, য়েছ,  য়েছি, য়েছে এদের কোন একটি যোগ থাকে। 

আমি ভাত খায়েছি-I have eaten rice. 

সে স্কুলে গিয়াছে-He has gone to school. 

এছাড়া- করিনি/ করি নাই/ খাই নাই ইত্যাদি বুঝালে Present Perfect Tense হয়।  

আমি ভাত খায়নি - I have not eaten rice.

গঠন প্রণালীঃ subject+ have/has+ মূল Verb এর  Past  Participle + Exatension.

Note : He,  she,  it ও অন্য সব Singular Number যুক্ত Third person - এর পরে has বসে।  I,  we,  you they, ও Plural subject - এর পরে  have বসে।  

The Present Perfect continuous Tense 

যে Tense দ্বারা কো৷ কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতছে  বুঝায় তাকে  Present Perfect continuous Tense বলে। 

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছ,  তেছি,  তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন এদের যে কোন একটির উল্লেখ থাক এবং তার সাথে একটি সময়ের উল্লেখ থাকে। 

Structure : Subject+ have been / has been + মূল Verb এর সাথে ing + Extension. 

তারা দু' ঘন্টা যাবৎ ফুলবল খেলছে্। 

The have been playing football for two hours.

Note : I, we,  you,  they,  ও plural subject  এর পরে have been বসে। আর সব ক্ষেত্রে have been বসে। 

tenses in english grammar with examples

The past Indefinite

অতীতে কোন কাজ করা হয়েছিলো কিন্তু  বর্তমান তার৷ ফল বিদ্যামান নেই এরূপ প্রকাশ করলে Verb-এর Past Indefinite Tense হয়৷

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ছিল,  ছিলাম, ছিলে, ছিলেন, ল,  লাম,  লে,  লেন, ত,  তাম,  তে,  তেন-এদের যে কোন একটি যোগ থাকে।  যেমনঃ  করেছিলাম,  করেছিল, করেছিলে,  করিয়াছিল, করিয়াছিলাম, করিয়া ছিলে,  করেছিলেন, করিয়াছিলে, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পড়িতেন ইত্যাদি । 

Structure : Subject+মূল  Verb -এর Past+Exaltation
আমি স্কলে গিয়াছিলাম--I want to school. 

Note: যখন Past Indefinite Tense যুক্ত কোন Sentence-এ মূল Verb থাকে না তখন Was/were/had মূল  Verb  হিসাবে ব্যবহৃত হয়। কর্তা নিজে কোথাও উপস্থিত থাকা বা না থাকা বুঝালে কর্তা পরে Was /were বসে। আর কর্তা অধীনে কোন জিনিস ছিল বা না ছিল বুঝাতে মূল Verb হিসাবে কর্তা  পরে had বসে। 

I was present in the meeting yesterday. 
They were not present in the meeting yesterday. 
He had a pen.    
           
          Future Indefinite Tense 

 Verb এর কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বুঝালে   Verb- এর Future Indefinite Tense হয়। 

বাংলায় চিনিবার উপায়ঃ  বাংলা ক্রিয়ার শেষে বে,  ব,  বা,  বি,  বেন,  এদের যে কোন একটি যোগ থাকে। যেমন করিব,  করিবে,  করিবি,  করিবা,  করিবেন।   

Structure : Subject+shall/will + মূল Verb এবং Present from + Extension.
 
Note : First Person - এর পরে সাধারণত  shall বসে। আর সব Person -এর পরে will বসালেও চলে। আমি কাজটি করব - I shall do the work. 
আমি কাজটি করিবে - They will do the wrok. 
            
বক্তা ভবিষ্যত সম্পর্কিত মতামত, (opinion), ধারণা ও অনুমান (  opinion,  assumptions)  প্রকাশ করতেঃ এ সমস্ত ক্ষেত্রে নিম্নলিখিত Verb- গুলি ব্যবহৃত হতে পারেঃ assume, be afraid, be /feel,  sure, believe,  daresay, doubt,  expect,  hope,  know,  suppose,  think,  wonder,  perhaps,  possibly,  probably,  sure,  ইত্যাদি Abverb ও ব্যবহৃত হতে পারে।  
He will come back.   
          
The Future Continuous Tense 

ভবিষ্যতকালে কোন কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকলে বুঝালে Verb- এর Future Continuous Tense হয়। 

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়া শেষে - তে  থাকিব,  তে থাকিবা,  তে থাকিবে,   তে থাকিবেন - এদের যে কোন একটি যোগ থাকে।   
 
Structure : Subject + will be / shall be +মূল  Verb - এর Present Form এর সাথে ing + extension. 

Note : Frist Person এর পরে সাধারণতঃ  Shall be বসে।  আর সব person-এ will be বসে 
আমি বইটি পড়িতে  থাকিব - I shall be reading the book. 

The Future Perfect Tense 

ভবিষ্যতে কোন  নির্দিষ্ট সময়ে কোন কাজ হয়ে থাকবে  অথবা একটি কাজের পূর্ব এর অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্ব এ হবে তার Future Perfect Tense হয়। 

বাংলায় চিনিবার   উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে য়া থাকিব,  য়া থাকিবে,  যা থাকিবেন - এদের যে কোন একটি যোগ থাকলে Future Perfect Tense হয়।

Structure : Subject + shall have + মূল Verb-এর  Past Participle form + Extension. 
আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিবঃ
I have finished reading the book by 4.pm 

Note : First Person- এর পরে সাধারণতঃ Shall have বসে।    অন্য সব Person- এ Will have বসে। 

The Future  Perfect Continuous  Tense 

 ভবিষ্যতকালে কোন কাজ কোন নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে অথবা দু'টি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে Verb-এর Future Perfect Continuous Tense হয়।  অন্যটির Present Indefinite Tense হয়। 

বাংলায় চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে  তে থাকিব,  তে থাকিবা,  তে থাকিবেন ও একটি  সময়ের উল্লেখ। 

Structure : Subject+shall have been  / will have been+মূল Verb-এর  present form এর সাথে ing + Extension. 
আমি দু'ঘন্টা ধরে বইট৷ পড়তে থাকব- I shall have been reading the book for two hours. 

Note : Frist Person এর পরে সাধারণতঃ shall have been বসে।  আর সব Person- এর পরে will have been বসে। 
                    
                                     
                         

0 Comments:

If you have any doubts. Please let me know


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.