Pages

Summary of She Walks in Beauty

The Royal English Academy     September 10, 2020     0

 Summary of "She Walks in Beauty"

"She Walks in Beauty" কবিতার সামারি (সারমর্ম)

এই কবিতায় লর্ড বায়রন তার নিজের সাথে ঘটা একটা ঘটনার কথা বর্ণনা করেছেন। কোন একরাতে এক পার্টিতে তিনি একজন মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যান। মেয়েটির নাম ছিলো মিসেস এনি বিট্রিক্স উইলমোট। এই মহিলাটি আসলে তার কাজিন স্যার রবার্ট উইলমোটের স্ত্রী। মেয়েটিকে দেখে পরের দিন তিনি তার অসমাপ্ত এপিক কবিতাটি শেষ করেন যেখানে হিরু হিসাবে তার স্বামী অর্থাৎ লেখক তার কাজিন কে ব্যবহার করেন। বায়রনের মতে এই মেয়েটি ছিলো তার দেখা পরিপূর্ণ সুন্দরী।

বায়রনের কাছে মনে হয়েছে মেয়েটি যেন সৌন্দর্যের আধার। তার চারপাশে সব কিছুই অনেক সুন্দর। তাই তিনি যেন সৌন্দর্যে হাটেন। তার সৌন্দর্যকে তোলনা করা হয়েছে মেঘমুক্ত তারাময় রাতের সাথে। চারদিক ফিনকি উঠা চাদের রাতের সাথে। তার সৌন্দর্যে একটা আলো- আধারের মতো ঐক্য আছে যা তাকে অনেক বেশি সুন্দর করেছে। সে সর্গীয় সুন্দরী যা রাতেই ভালো ফুটে, দিনের বেলা যার সুন্দরভাবটা বুঝা যায় না। এই মেয়েটার একটা আভা আছে সৌন্দর্যের যা থাকে আরো সুন্দর করেছে। মানুষের বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যটা বেশি আকর্ষন করে। মেয়েটা এদিক দিয়েও আনিন্দ্য সুন্দর। অর্থাৎ মেয়েটির সৌন্দর্য সত্যি অতুলনীয়।

Summary of She Walks in Beauty



0 Comments:

If you have any doubts. Please let me know


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.