Pages

How to Write Author's Tone and Position of the Poem, English Literature

The Royal English Academy     June 29, 2020     0

How to Write Author's Tone and Position of the Poem

For the Student of English Department

How to Write Author's Tone and Position of the Poem, English Literature

 
Author's Tone and Position: Author শব্দের অর্থ হল লেখক, Tone শব্দের অর্থ হল স্বর আর Position শদের অর্থ হল অবস্থান। একটি কবিতায় একজন কবি তার মনের ভাব কিভাবে ব্যাক্ত করেছেন তার নামই হল Author's Tone and Position.


Author's Tone and Position লেখার কৌশলঃ

  1. প্রথমে কবিতাটি ভাল করে পরে নিতে হবে।
  2. কবিতার সামারিটা ভাল করে বুঝে নিতে হবে।
  3. তারপর প্রথমে Tone নির্ণয় করতে হবে।
  4. এবং Position সবশেষে লিখতে হবে।
  5. নিজের ভাষায় লিখতে হবে ।
  6. সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লিখতে হবে।
  7. দুইটি প্যারা করে লিখতে হবে।
  8. এক থেকে দেড় পেইজে লিখলে ভালো হয়।
  9. ছোট ছোট বাক্যে লিখা ভালো।
  10. ভাল করে প্রেজেন্ট করতে হবে।

এবার আসা যাক Tone এর বিশদ আলোচনায়ঃ

Tone এর প্রকারভেদঃ
  • Happy
  • Sad
  • Hatred
  • Love
  • Praising 
  • Optimistic 
  • Pessimistic
  • Melancholic
  • Delighted 
  • Cheerful
  • Jocund  
  • Gay
  • Doubtful
  • And many more
প্রথমে কবিতার Theme টি ভালো করে আলোচনা করে লিখে ফেলতে হবে। তারপর কবিতার Theme দেখে লিখে ফেলতে হবে Tone  কি। এই প্যারা শেষ করে পরের প্যারায় যেতে হবে।


Position এর বিশদ আলোচনাঃ 

Position দুই প্রকারঃ
  1. Subjective (কবির সংশ্লিষ্ঠতা থাকলে)
  2. Objective   (কবির সংশ্লিষ্ঠতা না থাকলে)

Subjective: যখন কোন কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে । তাকে Subjective পজিশন বলে।

Objective: যখন কোন কবিতায় কবির নিজের উপস্থিতি থাকে না। তাকে objective পজিশন বলে।

২য় প্যারায় আবার কবিতার পসজিশন সম্পর্কিত কথা বলে তারপর পজিশন লিখে লেখাটি শেষ করবো।


নিজে উদাহারন দিয়ে বোঝানো হলোঃ

Sonnet 43: How Do I Love Thee?
Elizabeth Barrett Browning

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of being and ideal grace.
I love thee to the level of every day's
Most quiet need, by sun and candle-light.
I love thee freely, as men strive for right.
I love thee purely, as they turn from praise.
I love the with the passion put to use
In my old griefs, and with my childhood's faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints. I love the with the breath,
Smiles, tears, of all my life; and, if God Choose,
I shall but love better after death.

Author's Tone and Position:
            This poem is a sonnet by E. B Browning. In the beginning of the poem the poet asked how  she should love her lover. She wanted to count the ways she love her lover. She said that she love him how far her mind go beyond her eye sight. She loves him as a daily need. That is she loves him the most. Her love is compared as a man striving for truth. She loves him with all her passions. She loves him with her breath. she puts herself in the foot of love for his lover. So, in this poem, we can see that the poet delightfully expresses her love to her endeared lover. She cheerfully tells everything. Thus the tone of the poem is expressing love as well as delightful. 

            From reading the poem, we can notice that all the voices the poet loud out is for her own love. The poet expresses her own interest, own feelings. Historically, we know that E.B browning expresses all her feelings to her lover in her sonnets. So, the position of the poem is obviously subjective. 



Written by Birbal Roy
MA in English, BA (Hon's)







0 Comments:

If you have any doubts. Please let me know


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.