Pages

How to Write the Theme of the Poem, কিভাবে কবিতার থীম লিখবেন?

The Royal English Academy     July 08, 2020     0

How to Write the Theme of the Poem

কিভাবে কবিতার থীম লিখবেন?

Birbal Roy


What is theme of the poem? কবিতার  থীম কি?

Theme শব্দের বাংলা অর্থ আবহ। এর অর্থ হল আবেশ বা ভাব। তাহলে থীম শব্দের অর্থ দাঁড়ায় কবিতার ভাব কি। কবিতাটি কিসের আবেশ নিয়ে রচিত।পরীক্ষায় Theme  লিখতে বললে আমাদেরকে কবিতাটি কি বিষয় তুলে ধরেছে তাই লিখতে হবে।



Theme ও Summary এর মধ্য পার্থক্যঃ

Summary মানে হলো কবিতার সার-সংক্ষেপ। মানে কবিতায় কি ঘটেছে শুধু তাই বলা। আর Theme মানে হলো ভাব । কোন ভাবের উপর কবিতার মূল বিষয় গড়ে ওঠেছে তাই বানিয়ে লিখতে হবে।



Theme লিখার কিছু মৌলিক কৌশলঃ

  1. কবিতাটি বার বার ভালো করে পড়তে হবে।
  2. বার বার পড়ে কবিতার সারসংক্ষেপটি বোঝে নিতে হবে।
  3. কবিতার Form and Pattern (Structure) বোঝতে হবে। সাধরনত, Sonnet কবিতার Theme হয় ভালবাসা, Elegy কবিতার Theme হয় শোক গাথা, Ode কবিতার Theme  হয় প্রশংসা করা।
  4. প্রথমে আমাদেরকে Summary টি নিজ ভাষায় বর্ণনা করতে হবে। তারপর সেটা দেখে বলে দিতে হবে Theme  টা কি হবে।
  5. দুই প্যারায় লিখতে হবে ।
  6. ১ থেকে দেড় পেইজে (১২০-১৫০ শব্দ) লিখতে হবে।
  7. সহজ, সরল এবং নিজের ভাষায় লিখতে হবে। 
  8. ছোট ছোট বাক্যে লিখা ভালো।
  9. ভালো করে প্রেজেন্ট করতে হবে।
  10. সাহিত্যিক আবেশ থাকবে।


উদাহারণ-সহ নিচে লিখে দেখানো হলঃ

To Daffodils 
By Robert Herrick


Fair Daffodils, we weep to see
You hast away so soon;
As yet the-early-rising sun
Has not attain'd his noon.
Stay, stay,
Until the hasting day
Has run
But the even-song;
And, having pray'd together, we
With go with you along.

We have short time to stay, as you,
We have as short a spring;
As quick a growth to meet decay
As you, or anything
We die
As your hours do, and dry
Away,
Like to the summers's rain;
Or as the pearls of morning's dew,
Ne'er to be found again.

Theme: 
This poem is an ode which is written by Robert Herrick. In the surface level of the poem, we find a mere story of daffodils flowers but in the inner level this poem tells a serious tale of human life. Daffodils is a nice flower. It attracts human the most. The flowers is so beautiful that it can be called as one the best flowers. But this beautiful flowers is short lived. It dies away so soon. It cannot live till noon. It deflowers shortly after the early morning. It dies before the morning dew. Poet requests it to stay till evening. Thus they can pray together. As the poem progress, the poet compares human life to daffodils. We, human, have a short life too. We grow fast to meet our decay. We have an attractive life too specially the time of youth. But it dies away so soon. Actually, we get happiness in life to be sad again. Our happiness is like summer's rain. Summer's rain is a rare thing. So, the poem tells a beautiful philosophy of human life in the form of daffodils.

By reading this poem, we can learn that human life is transitory as a life of daffodils as well as a short lived one. So, the theme of the poem is the great philosophy of human life as nothingness of human life.



How to Write the Theme of Poem
How to Write the Theme of Poem






0 Comments:

If you have any doubts. Please let me know


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.