Pages

How to Write the Diction/ Structure/ Genre of the Poem, কিভাবে কবিতার ডিকশন, স্ট্রাকচার, জেনার লিখা হয়?

The Royal English Academy     July 10, 2020     0



How to Write the Diction/ Structure/ Genre  of the Poem
কিভাবে কবিতার ডিকশন, স্ট্রাকচার, জেনার লিখা হয়?

Birbal Roy


English Reading Skills জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হল  Diction/ Structure/ Genre । অনার্স ১ম বর্ষ ও ২য় বর্ষের পরীক্ষায় অবশ্যই এই টপিকটি আসবে। কিন্তু এই টপিক নিয়ে সবার মধ্যে একটা  ভীতি কাজ করে। তাই আমার আজকের এই আয়োজন তোমাদের জন্য।


Diction কি? কাকে বলে?

 শব্দের অর্থ হল রচনা শৈলী। এর অর্থ হলো কোন রচনার গঠন কৌশল। কবিতা একধনের সাহিত্যিক রচনা। বিভিন্ন ধরনের কবিতা ভিন্ন রকমে গঠিত হয়। যেমন গঠিত হয় ছন্দে লাইন দিয়ে আবার এপিক হয় বিশাল পরিধি নিয়ে। পরীক্ষায় আমাদের নির্নয় করতে হয়ে এই ঘঠন প্রক্রিয়াটি কি। কি ধরনের শব্দ আছে। কোন ধরনের কবিতা। 


Structure কি ? কাকে বলে?

আধুনিক সময়ে Diction শব্দটিকে না ব্যবহার করে structure শব্দটি ব্যবহার করা হয়।এরা মুলত একই জিনিষ। পরীক্ষায় যে নামে আসবে সেই নামে লিখতে হবে।


Genre: একই জিনিস ভিন্ন নামে।



Diction/ Structure/ Genre  লিখার কিছু  কৌশল ঃ

  1. বার বার কবিতাটি পড়তে হবে।
  2. লেখার শুরুতেই কবিতার পরিচয় দিতে হবে।যেমনঃ কার লেখা, কোন ধরনের কবিতা ( Sonnet, ode, elegy etc ), কেন লিখেছেন এবং কোথায় লিখেছেন।
  3. তারপর Pattern/ Form  নিয়ে কথা বলতে হবে। যেমনঃ কত লাইন, কত স্ট্যাঞ্জা ও কয়টি অংশে বিভক্ত।
  4. এরপর আসবে কবিতার আর কিছু এডভান্সড গঠন নিয়ে কিছু কথা। যেমনঃ Meter কি? Rhyme কি? কোন Rhyme এ লেখা, লাইনে meter কত আছে।
  5. কি কি লিটারারি টার্ম আছে তা লিখে হালকা বর্ণনা করতে হবে? যেমনঃ Simile, Metaphor, Pun, Oxymoron, Assonance etc. 
  6. তারপর কোন ধরনের শব্দ আছে তা লিখতে হবে। কবিতায় শব্দের প্রকারভেদ দুইভাব হতে পারে যেমনঃ Hard Sounding  ও Lucid Sounding । Lucid মানে হল সহজে যে শব্দগুলো উচ্চারণ হয়  এবং Hard Sounding মানে হল সহজে যেগুলা উচ্চারণ করা যায় না। এগুলা কে আলাদা করে লিখতে হবে। আরেক ধরণের বিভাজন হল আধুকনিক (Modern) এবং প্রাচীন শব্দ ( Colloquial)। যেমনঃ প্রাচীন শব্দঃ Thou, thy, dost. didst, hath
  7. শেষে মন্তব্য দিয়ে লেখা শেষ করতে হবে।
  8. সহজ সরল ভাষায় লিখতে হবে।
  9. নিজের মতো করে লিখতে হবে।
  10. ১ থেকে দেড় পেইজে (১২০ থেকে ১৫০ শব্দে) লিখতে হবে লিখতে হবে।
  11. অনেক গুলা প্যারা হতে পারে।
  12. ভালো করে প্রজেন্ট করতে হবে।
  13. ছোট ছোট বাক্যে লিখতে হবে।

নিচে উদাহারণ-সহ Diction/ Stricture/ Genre কিভাবে লিখতে হয় তা দেখানো হলঃ


Sonnet 18: Shall I Compare Thee to a Summer's Day?
                        William Shakespeare

Shall I thee compare to a summer's day?
Thou art more lovely and more temperate.
Rough winds do shake the darling buds of May,
And summers lease hath all too short a date.
Sometimes too hot the eye of heaven shines ,
And often is his gold complexion dimmed;
And every fair from fair sometimes declines,
By chance, or nature's changing course, untrimmed;
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thy ow'st,
Nor shall death brag thou wand'rest in his shade,
When in eternal lines to time thou grow'st.
    So long as men can breathe, or eyes can see,
    So long lives this, end this gives life to thee.



Diction/ Structure/ Genre: 
This poem is a Shakespearean sonnet written by Great poet William Shakespeare. The poet wrote this beautiful sonnet to glorify his beautiful friend. In this poem, the poet wanted to make his friend immortal. This poem is consist of 14 lines divided in two part followed by a couplet of last two line. The first part is a octave telling the confusion and the second part is sestet resolving the confusion. This poem is written in iambic pentameter lines. There are many literary terms in the poem. These are repetition, assonance, alliteration, internal and end rhyme. This poem has so much colloquial language such as thou, thy, grow'st, ow'st and etc. Thus, this poem is written in colloquial language. There are lots of hard sounding words such as compare, summer, temperate, rough, darling, lease, declines, dimmed, untrimmed, wand'rest etc. So, the poem is not a lucid one. This poem has a regular rhyme is scheme of abab cdcd efef gg. This type of rhyme scheme is lyrical one. So, this poem can be sung as a song.

Discussing above we can claim that this poem is basically a short lyric of iambic pentameter lines.

Birbal Roy
MA in English, BA (Hon's)

How to Write the Diction/ Structure/ Genre of the Poem 





0 Comments:

If you have any doubts. Please let me know


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.