Pages

ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কথা- ২

The Royal English Academy     September 06, 2020     3

ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কথা- ২


সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, "ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কথা" আমার একটা ধারাবাহিক লেখা। আজকে আমি আপনাদের ২য় পর্বের আলোচনা দিচ্ছি। আজকের আলোচনায় আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিব। যে প্রশ্নটা আপনাদের সবসময় করা হয়। মাঝে মাঝে আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।তাহলে শুরু করা যাক আজকের আলোচনা?

প্রশ্নঃ ইংরেজি নিয়ে পড়ো তাহলে ইংরেজিতে কেন কথা বলতে পারো না?

বরাবর এর মতো আপনি উত্তর দিতে পারেন না। মনটা খারাপ করে থাকেন এবং লজ্জা পান। তারপর নিজের কলেজ, শিক্ষকদের সমালোচনা করেন। এরপর দেশের শিক্ষা ব্যবস্থাকে এক হালি গালি দিয়ে দেশের নাম উদ্ধার করে ছাড়েন। তারপর নিজের উপর হাল ছেড়ে দেন ভাবেন আপনাকে দিয়ে কিছু হবে না। এই লাইফে আর কি আছে? আমি শেষ। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। একটা প্রশ্ন কিভাবে আপনাকে লোজার বানিয়ে দিলো? ভেবেছেন কোন দিন? আপনি যদি এই দলের হন। তাহলে আজকের লেখাটা আপনার জন্য। হ্যা, আপনার জন্যই! শেষ পর্যন্ত পড়ুন।

উত্তরঃ প্রথমেই উত্তরটা হলো আপনি ইংরেজি সাহিত্য পড়েন, ইংরেজিতে পড়েন না । তারমানে আপনি আসলে সাহিত্য পড়েন কিন্তু ইংরেজি শিখানো হয় না। আপনি সাহিত্য পড়েন কিন্তু ইংরেজির পরিবেশ আপনার নাই। আপনাকে মনে রাখতে হবে সাহিত্যের জ্ঞান আর ভাষার জ্ঞান এক জিনিস না। সাহিত্যের একটা পরিবেশ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আছে ।কিন্তু ইংরেজি শিখার কোন পরিবেশ নাই। সেই জন্যই আসলে আপনি ইংরেজি বলতে পারেন না । দোষটা আপনার না। দোষটা হলো সিস্টেমের। কিন্তু আপনি চাইলেই একটা সিস্টেমকে সহজে চেঞ্জ করতে পারবেন না। তাহলে কি করবেন? নিজেকে বদলান! কিভাবে বদলাবেন? 

ইংরেজি শিখার ইফেক্টিভ কিছু কৌশলঃ

১) বিশ্বাস জাগান আপনি ইংরেজি শিখতে পারবেন ।

২) আত্নবিশ্বাস বাড়ান। আপনি পারবেন ।

৩) ভাবা বাদ দিয়ে শুরু করুন ।

৪) ভূল হোক তাও চালিয়ে যান। মনে রাখবেন আমরা বাংলা বলতেও ভূল করি ।

৫) লোকে হাসবে? হাসতে দিন ।তারাও পারে না, তাই হাসে ।

৬) ইংরেজি শিখা সাইকেল চালানোর মতো। বই পড়ে কখনই শিখতে পারবেন না৷ তাই শুরু করুন। পরতে পরতে সাইকেল চালানো শিখার মতো ইংরেজি শিখে যাবেন।

৭) হাজার টাকার কোর্স করে পরের দিনই ভূলে যাবেন। তাই অনুশীলন করতে হবে । অনেক বেশি অনুশীলন।

৮) ইংরেজি শিখার বড় হাতিয়ার হল এমন একজন বন্ধু বানান যার সাথে সারাদিন ইংরেজি চর্চা করতে পারেন। 

১০) ইংরেজি শিখার দলে যোগ দিন। 

১১) সারা দিন একটা হলেও ইংরেজিতে পোস্ট দিন। 

১২) সারাদিনে ১০০ টা কমেন্ট করুন এক মাস পরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। 

১৩) আয়নার সামনে দাড়িয়ে নিজে নিজে প্র‍্যাক্টিস করুন। 

১৪) ভোকাবুলারি শিখুন আপনার চারপাশ থেকে। সারা জীবনে আর ঠেকবেন না।

১৫) গ্রামার দিয়ে ইংরেজি শিখা যায় এটা ভূলে যান ।

বাকি কথা পরের পোস্টে। আশা করি সবাই ভালো থাকবেন। এরপর থেকে সবাই ব্যাখ্যা করতে পারবেন কেন আপনি ১৬ বছর ইংরেজি পড়েও শিখতে পারেন নাই। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই লেখাটি। আপনার এই সকল কমেন্ট আমার এই কাজ করার আগ্রহ বাড়ায়।

বি দ্রঃ আমার এই পোস্টে কমেন্ট করে ইংরেজি প্র‍্যাক্টিস করুন। আমি রিপ্লাই দিব। আরও কিছু জানতে কমেন্ট করুন। ভালো কিছু পেতে সাথেই থাকুন ।

বীরবল রায় 

বিএ,এমএ  (ইংরেজি)


ইংরেজি নিয়ে কথা-১ পোস্টের লিঙ্কঃhttps://englishfortoday2.blogspot.com/2020/07/discussion-english-literature.html


ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কথা-2
ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কথা- 2

 

3 comments:

If you have any doubts. Please let me know


 

Popular Posts

Copyright © 2020 englishfortoday2.blogspot.com E-mail : englishfortoday87@gmail.com Contact : 01314512456 .
.